নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের মৃগীডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শালিসি বৈঠকে সংঘর্ষ ও হামলার ঘটনায় ৭ জন নামীয় ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে ১০/০৫/২০২০ তারিখে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬/১১৪ ধারায় মামলা হয়েছে। সাতক্ষীরা সদরের মৃগীডাঙ্গা গ্রামের মো. ইউনুস আলীর ছেলে মো. আফজাল হোসেন (২৫) বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার বিবরণে জানা যায়, সদরের বৈকারী ইউনিয়নের মৃগীডাঙ্গা গ্রামে গত ইং-০৮/০৫/২০ রাত অনুমান ০৭.৩০ মিনিটে জমি জমার বিরোধ মিমাংসা চলাকালীন সময়ে বৈকারী ইউনিয়নের ইউপি মেম্বর আলী হোসেন, এলাকার আওয়ামী লীগ নেতা ও বৈকারী ইউনিয়নের গ্রাম পুলিশদের সামনেই কথা বার্তার এক পর্যায়ে সালিশের মাঝখানে বিবাদী মৃগীডাঙ্গা গ্রামের মোজাহার মোল্যার ছেলে ১নং আসামী এরাদার রহমান (৫৫) ও ২নং আসামী এজদান আলী (৫০), মৃত আলাউদ্দীন মোল্যার ছেলে ৩নং আসামী মোখলেছুর (৪২) ও ৪নং আসামী সালাউদ্দীন (৩৭), রইচ উদ্দীন’র ছেলে ৫নং আসামী আলামিন (৩০) ও ৬নং আসামী ওসমান (২২) ও ৭নং আলী হোসেন (৪৫) পিতা অজ্ঞাত ব্যক্তিরা ক্লবসিকল গেটে তালা মেরে বাদী পক্ষের উপর লোহার রড, বাঁশের লাঠি, চেয়ার ও ইট নিয়ে হামলা করে। সেই হামলার ঘটনায় এজাহার নামীয় ১নং আসামী এরাদার রহমান বাদী আফজাল হোসেনের ভাই পিন্টুকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারে এবং ২নং আসামী এজদান আলী বাদী আফজাল হোসেনকে খুন করার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং গলা টিপে ধরে। ৩নং আসামী মোখলেছুর লাঠি দিয়ে বাদী আফজাল হোসেনের বৃদ্ধ মাকে আঘাত করে পরনের কাপড় চোপর ছিড়ে তাকে লোকজনের সামনে আসামীরা শ্লীলতাহানী ঘটায় এবং ৪,৫,৬ ও ৭নং আসামীরা বাদী আফজাল হোসেনের বাড়ির লোকজনদেরকে মারপিট করে এবং বার আনা ওজনের স্বর্নের চেইন ও নগদ টাকা কেড়ে নেয়। আহতদের ডাক চিৎকারে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আফজাল হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় সদর থানায় ৭ জন নামীয় ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের নামে মামলাটি দায়ের করেন। একই ঘটনায় বিবাদীরা মামলাটিকে ভিন্নখাতে নিতে এবং মামলা থেকে নিজেদের রক্ষা করতে বাদী আফজাল হোসেনের পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান উভয় পক্ষ মামলা করেছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply