সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তি এবং বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে


সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে বৃহস্পতিবার বেলা ১২টার সময় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর ওয়ারেশ খান চৌধুরী পল্টু, বিডি নিউজ ও দেশ টিভি’র শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আবুল কাশেম, দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী।
সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মামলা জেল জুলুম নির্যাতন চালিয়ে গণমাধ্যমের কন্ঠকে রোধ করার চেষ্টা চলছে। এই অন্যায়ের বিরুদ্ধে সারাদেশে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *