আজ (৩ মে) বেনাপোল বন্দরের নো-ম্যানস হতে বিজিবি তাকে গ্রেফতার করে। অথচ সে নিখোজ হয়েছে সেটি গণমাধ্যমের ফলে সকলে জ্ঞাত। এবিষয়ে তার পরিবার নিখোজের মামলা করেন। তাকে উদ্ধারের জন্য সাংবাদিক সমাজসহ অনেকেই মানববন্ধন করেন। দাবী জানিয়ে বিবৃতি দেন জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকেই। পুলিশএর পক্ষ হতে বলা হয়ে ছিল যে কাজলকে উদ্ধার করার জন্য সকল ধরনের চেষ্টা করা হচ্ছে। অথচ সেই কাজর উদ্ধার হলেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে। শুধু তাইনয় তাকে যশোর আদালতে তোলাহলো হ্যান্ডকাপ পরানো ও পীঠমোড়া দিয়ে বাধা অবস্থায়। এ প্রসংগে সাংবাদক গৌরাঙ্গ নন্দী তার ফেসবুক আইডিতে লেখেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এই দিনে (মে ০৩, ২০২০) সাংবাদিক কাজলকে হাতকড়া পরিয়ে যশোরের আদালতে তোলা হ’ল। যতদূর জানা গেছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ, অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ। তাঁকে বেনাপোল বন্দরের নো-ম্যানস্ ল্যান্ড হতে বিজিবি গ্রেফতার করে। আচ্ছা, আমরা সকলেই কি জানিনা, সে নিখোঁজ ছিল! হয়তো অনেকেই জানিনা। কিন্তু তিনিতো গ্রেফতার হওয়ার পর জেনেছি, তিনি একজন সাংবাদিক। তাঁকে কি এভাবেই হাতকড়া পরিয়ে আদালতে নেওয়ার প্রয়োজন ছিল?? তিনি কি কোন দাগী আসামী? পালিয়ে যাওয়ার আশঙ্কা ছিল?? ছবিতে পিঠমোড়া দিয়ে হাতকড়া পরানো কাজল শশ্রুমন্ডিত, একজন পুলিশ সদস্য তাঁর বাম হাতটি ধরে আছে।
Leave a Reply