১২ মে ২০২০ সকাল ১০টায় লিডার্স পরিচালিত“ওয়েভিংলাইভ্স”প্রকল্পেরআওতায়“খ্রিষ্টান এইড” এর আর্থিক সহায়তায় সাতক্ষীরা জেলারশ্যামনগরউপজেলারবুড়িগোয়ালিনীও মুন্সিগঞ্জইউনিয়নে দুইটিভ্রাম্যমানসবজিবাজার আরম্ভ হয়েছে। ভ্রাম্যমানসবজিবাজার উদ্যোক্তাগণ হলেনআবাদচন্ডীপুরগ্রামেরবাঘবিধবাসীতামন্ডল ও হরিনগরগ্রামেরবাঘবিধবাসবিতামন্ডল। তারাভ্যানে করে বিক্রয়ের উদ্দেশ্যে সবজীনিয়েযাবেনপ্রত্যন্তএলাকায়গ্রাম থেকে গ্রামে। এই উদ্ভাবনীমূলকভ্রাম্যমানসবজিবাজার উদ্যোগেলিডার্স প্রতিজনসদস্যকে১০,০০০টাকা আর্থিক সহযোগিতাকরেছে। আর এই অর্থ বিনিয়োগেরমাধ্যমেইতারাভ্যান, সবজী ক্রয় করে এই লকডাউনপরিস্থিতিতেব্যবসাপরিচালনা করে নিজেরা অর্থ উপার্জনকরবেন, পাশাপাশিঘরেবন্দি মানুষেরবাড়িতে পৌঁছে দিবেনখাদ্য সামগ্রী।
ভ্রাম্যমানসবজিবাজারউদ্বোধনকরেনবুড়িগোয়ালিনীইউনিয়নের চেয়ারম্যানভবতোষকুমারমন্ডল। উপস্থিত ছিলেনলিডার্স এর নির্বাহীপরিচালক মোহনকুমারমন্ডল, প্রোগ্রামম্যানেজার সুলতানুজ্জামান, বুড়িগোয়ালিনীইউপিসদস্য কৃষ্ণপদ মন্ডল ও মলিনারানীরপ্তান।
Leave a Reply