৭মে ২০২০ সকাল ১০টায় “খ্রিষ্টান এইড” এর আর্থিক সহায়তায় লিডার্স পরিচালিত“ওয়েভিংলাইভ্স”প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে বাঘবিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে সবজিবীজ (ঢেড়স, মিষ্টিকুমড়া, চালকুমড়া, মেনকা, লাউ, শশা) বিতরণ করা হয়। বিতরণ শেষে সকলকে বীজ লাগানো কৌশল সম্পর্কে জানানো হয় এবংবাড়ির আঙিনা ও পতিত জায়গা সবজীচাষের আওতায় নিয়ে আসার জন্য বলা হয়। উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়াদিয়ে করোনা লকডাউন পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
লকডাউন পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বাঘবিধবা ও স্বামী পরিত্যক্তা পরিবারে সবজির বীজ বিতরন

Leave a Reply