মহান মে দিবস উপলক্ষে জাসদের বিবৃতি

মহান মে দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মহান মে দিবস উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের শ্রমিক শ্রেণী তথা শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের প্রতি সংগ্রামী শুভেচ্ছে জানিয়েছেন। তারা বলেন, সারা পৃথিবীর মত বাংলাদেশের সকল মানুষ এক ভয়ংকর করোনা মহামারীকাল অতিবাহিত করছে। এই বৈশ্বিক মহামারী সংকটে সবচাইতে বেশি সংকট, দুঃখ, কষ্ট, দুর্দশা, বিপর্যয়, অসহায়, নিরুপায় অবস্থার মধ্যে পতিত হয়েছে শ্রমিক-কর্মচারী-শ্রমজীবী-কর্মজীবী-মেহনতি মানুষ। তারা করোনা সংক্রমনের ঝুঁকির সাথে আয় সংকট, খাদ্য সংকট ও চাকুরিহীনতার ঝুঁকির মধ্যে অমানবিক জীবনযাপন করছে। জাসদ নেতৃদ্বয়, এই করোনা সংকটকালে সরকারী-বেসরকারী-ব্যক্তি মালিকানা নির্বিশেষে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানি সকল কল-কারখান-প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারী যেন অনাহারে না থেকে, চাকুরিচ্যুৎ না হয়, পাওনা বেতন থেকে বঞ্চিত না হয় এবং লকডাউনকালে তাদের খাদ্যত্রান সহায়তা তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *