মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে সহ¯্রাধিক হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাবার বিতরন

স্টাফ রিপোটারঃ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে মহামারি করোনা ভাইরাস ও ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র অসহায় সহস্্রাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। শনিবার সকালে শহরের ইটাগাছা হাটেরমোড় এলাকায় উক্ত খাবার বিতরনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্নআহবায়ক হাবিবুর রহমান হাবিব, মোদাচ্ছেরুল হক হুদা ও পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিকদল সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা জাসাসের আহবায়ক এড, সৈয়দ এখলেছার আলী বাচ্চু, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বোচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদল সাধারন সম্পাদক এইচ আর মুকুল, জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
বিএনপি নেতারা এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *