সাতক্ষীরা: করোনা সংক্রমণ রোধে যান ও জন চলাচল বন্ধে সাতক্ষীরার সব প্রবেশদ্বারসহ আন্তঃউপজেলা প্রবেশ পথে চেক পোস্ট বসিয়ে কঠোর নজরদারি করা হচ্ছে।
এসবে চেক পোস্টে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা যান ও জন চলাচল বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।
শুক্রবার বেলা ১১টায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল লাবসা বাইপাস মোড়ে এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় যশোর থেকে আসা কয়েকটি গাড়িকে যশোরে ফেরত পাঠানো হয়। একই সাথে বেনাপোল, সৈয়দপুর ও ঢাকা থেকে পিকআপ যোগে আসা কয়েকজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, করোনা সংক্রমণ রোধে আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যান ও জন চলাচল বন্ধের বিকল্প নেই।
Leave a Reply