দেবহাটা পারুলিয়ায় গ্রামীন ব্যাংকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ


দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় গ্রামীন ব্যাংকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় গ্রামীম ব্যাংকের পারুলিয়া শাখার আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পারুলিয়া শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জোন জোনাল ম্যানেজার মো. এমাজউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা এরিয়া ম্যানেজার জয়নুল আবেদিন, কালিগঞ্জ এরিয়া ম্যানেজার দীপক কুমার দাশ, প্রোগ্রাম অফিসার (সাতক্ষীরা) আব্দুল আলিম। এসময় ৮জন সংগ্রামী সদস্যকে ২য় দফায় ৩৮ কেজি চাল, ৪ কেজি ডাল, ৪ কেজি পেঁয়াজ, ৮ কেজি আলু, ২ কেজি লবন, ২ লিটার তেল, ৪ টি সাবান সহ নগদ ৬শত টাকা হারে প্রদান করা হয়। এছাড়া পর্যায়ক্রমে আরো সদস্যদের এ সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *