জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ৩ মে ২০২০ রবিবার এক বিবৃতিতে কোভিড টেস্টের রিপোর্ট রোগির সাথে না থাকায় সরকারি ও প্রাইভেট মালিকানা নির্বিশেষে হাসপাতালের পর হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়া, রাস্তায় অজানা গন্তব্যে ঠেলে দেয়া, এম্বুলেন্সে হাসপাতালের পর হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যুরমুখে ঠেলে দেয়ার ঘটনায় গভীর উদ্ধেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
জাসদ নেতৃদ্বয় যে সকল হাসপাতাল রোগিদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিয়েছে সেই সকল হাসপাতালগুলোর কর্তৃপক্ষ ও মালিকদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
জাসদ নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, কোভিড হাসপাতালগুলো কোভিড টেস্টের পজিটিভ রিপোর্ট ছাড়া কোভিডের লক্ষ্মণ ও উপসর্গ আছে এমন রোগিদেরও ফিরিয়ে দিচ্ছে আর নন-কোভিড হাসপাতালগুলো কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট ছাড়া সাধারণ রোগি এবং কোভিডের লক্ষ্মণ ও উপসর্গ আছে এমন রোগিদের ফিরিয়ে দিচ্ছে। তারা বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টেস্টের উপর সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করেই চলেছে, সেখানে দেশে সাধারণ রোগিরাই টেস্টের অভাবে হাসপাতালে সাধারণ চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছে।
জাসদ নেতৃদ্বয় চিকিৎসাসেবা খাতের এই অমানবিক দশা এবং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা অবিলম্বে দূর করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তারা কোনো অজুহাতেই যেন আর একজন রোগিকেও কোনো হাসপাতাল থেকে রাস্তায় অজানা গন্তব্যে ঠেলে দেয়ার অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও দায়িত্বশীল সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply