জাসদ নেতার উপর হামলা, গ্রেফতার দাবি


নিজস্ব প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ-সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, শ্যামনগর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান এক বিবৃতিতে জানান, গতকাল শ্যামনগর উপজেলা কমিটির সদস্য প্রবীণ জাসদ নেতা রমজাননগর গ্রামের মো. হামজার আলী গাজী (৬০) ও তার ছেলেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবদুস সাত্তার গাজী, জাহাঙ্গীর গাজী ও আলম গাজীসহ আরো কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে মারত্মকভাবে আহত করে। গুরুতর আহত অবস্থায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

বিবৃতিতে সাতক্ষীরা জেলা জাসদ নেতৃবৃন্দ অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *