চীন ও রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছে; ভাইরাসের বিরুদ্ধেও জিতবে: রুশ গণমাধ্যম

মে ৯: গতকাল (শুক্রবার) রাশিয়ান নিউজপেপার ‘চীন ও রাশিয়া যৌথভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছে; অবশ্যই এবারের ভাইরাস-বিরোধী যুদ্ধেও জিতবে’ শীর্ষক সম্পাদকীয় প্রকাশ করে।

সম্পাদকীয়ে বলা হয়, ৭৫ বছর আগে দু’দেশ যৌথভাবে ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে জয়ের ক্ষেত্রে বিরাট অবদান রেখেছিল। বর্তমানে দু’দেশ বিশ্বের সামনে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতার নিদর্শন স্থাপন করেছে।

বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত ‘মহান দেশপ্রেমিক যুদ্ধের স্মরণ তথা বিশ্বের ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে জয়ের ৭৫তম বার্ষিকী’-র সম্মেলনে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও পন্ডিতরা বলেন, দু’দেশ মৈত্রীর ওপর বেশি গুরুত্ব দেয়। দু’দেশ ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করে যাবে। (ছাই/আলিম/তুহিনা)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *