কালিগঞ্জ প্রতিবেদক :
কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বোরো ধান সংগ্রহ ১৩ মে ২০২০ উপজেলা নিবার্হী অফিসারের সভাকক্ষে ধান ক্রয়ে উম্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লটারী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন। এসময় অরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমীর কুমুর রায়, ভারপ্রাপ্ত বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা মিলন কুমার বিশ্বাস, কৃষক প্রতিনিধি উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গাজী আব্দুস সালাম প্রমুখ। এবছর কালিগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়নের ৬ হাজার ৮শত কৃষককের মধ্যে লটারীর মাধ্যমে ৬৩২জন কৃষক নির্বাচন করা হয়। প্রত্যেক কৃষক এর কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ১ মেট্রিক টন ধান ক্রয় করবে। সর্বমোট ৬৩২ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এর মধ্যে কৃষ্ণনগর ইউনিয়নে নির্বাচিত কৃষক ৪৯জন, বিষ্ণপুর ইউনিয়নে ৫১জন, চাম্পাফুল ইউনিয়নে ২৭জন, দক্ষিণশ্রীপুর ইউনিয়নে ৩৮জন, কুশুলিয়া ইউনিয়নে ৪৯জন, নলতা ইউনিয়নে ১১১জন, তারালী ইউনিয়নে ৩৬জন, ভাড়াশিমলা ইউনিয়নে ৫৫জন, মথুরেশপুর ইউনিয়নে ৬৪জন, ধলবাড়িয়া ইউনিয়নে ৪৯জন, রতনপুর ইউনিয়নে ৪৯, মৌতলা ৫৪জন। আগামী ৩১ আগষ্ট ২০২০ পর্যন্ত ধান ক্রয় চলবে।
Leave a Reply