কালিগঞ্জে শওকাত চেয়ারম্যানের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়ায় দুর্নীতিবাজ হিসেবে প্রমানিত ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনের বরখাস্ত ও শাস্তির দাবিতে এলাকায় মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় গণেশপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা আনসার আলী।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, দেশ দুর্নীতিগ্রস্থ হবে এজন্য জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করিনি। স্বাধীনতাবিরোধী শওকাত চেয়ারম্যান মৃত মানুষের টাকা উত্তোলনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের তালিকা থেকে প্রকাশ্য ও প্রমানিত হওয়ার পরও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। অথচ দেশে চালচুরিসহ সব অপরাধের সাথে সাথেই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। কিন্তু মৌলবাদের পৃষ্ঠপোষক শওকাতের অর্থবিত্তের কাছে সবাই পরাজিত এমনই দম্ভ তার পরিবারের মুখ থেকে শোনা যাচ্ছে। সংবাদ সম্মেলনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
শেষে এলাকার লোকজন দুর্নীতিবাজের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *