করোনা ভাইরাসে আক্রন্ত সজ্ঞয় এর পার্শ্বে এমপি এড. মুস্তফা : সকল সহযোগিতার আশ্বাস

করোনা ভাইরাসে আক্রান্ত নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙা গ্রামের সন্জয়ের বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু ও মেম্বর লক্ষীকান্তসহ এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ যান।

তিনি বলনে, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রতিবেশীরা সকল প্রকার সহযোগিতার হাত সম্প্রসারিত করার মানসিকতা নিয়ে, তাদের পাশে আছে। সন্জয়ের মানসিক শক্তি অটুট আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *