জে কে রাউলিং। নামেই যার পরিচয়। দুনিয়াজুড়ে খ্যাতি তার। বিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক তিনি। সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
তবে ভালো খবর হলো তিনি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠেছেন। সোমবার (৬ এপ্রিল) স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ ধরে করোনাভাইরাসে ভুগছিলেন জে কে রাউলিং। তবে এখন তিনি সুস্থ।
এক টুইট বার্তায় জে কে রাউলিং বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ। দুই সপ্তাহ আমি করোনাভাইরাসের লক্ষণে ভুগেছি, কিন্তু পরীক্ষা করাইনি।’
টুইট বার্তায় তিনি একটি লিংক শেয়ার করে লিখেছেন, ‘দয়া করে এটি দেখুন, কুইন্স হসপিটাল ব্যাখ্যা করেছে কীভাবে এটি অনুশীলন করলে শ্বাস-প্রশ্বাসগত সমস্যা থেকে আরোগ্য পাওয়া যায়। এ কৌশল আমার সুস্থতায় খুবই সহায়ক হয়েছে। আমি এখন পুরোপুরি সুস্থ।’
জে কে রাউলিং বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ। আপনাদের সঙ্গে সেই কৌশলই শেয়ার করলাম, যা আমার ডাক্তার আমাকে করার জন্য পরামর্শ দিয়েছেন। এজন্য কোনো বাড়তি খরচ নেই। নেই ক্ষতিকর প্রভাবও। সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন।
Leave a Reply