আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার চারটি ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় আশাশুনি সদর, বুধহাটা, কুল্যা ও শোভনালী ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে চারটি ইউনিয়নের ২৮০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ত্রাণের প্যাকেটে ৫কেজি করে চাল, ১কেজি ডাল, ২কেজি আলু ও ১টি করে সাবান দেওয়া হয়। আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোছাদ্দেক, কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন চৌধুরী এবং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম স্ব-স্ব ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন। এসময় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক জয়ন্তী রানি দাস, প্রজেক্ট অফিসার নাজমা আক্তার, বিডিআরএম সভাপতি দিলীপ কুমার দাস, ফিল্ড অফিসার মার্ক সরকার, জুয়েল সরকার, রিতা মন্ডল, এডমিন অফিসার বাহারুল ইসলাম, উত্তরণ ফিল্ড অফিসার সমীর বাছাড়, সহকারী পূর্ণিমা দাস প্রমুখ স্ব স্ব ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন।
Leave a Reply