আশাশুনিতে ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ নির্মাণের কাজ দেখতে যান আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ নির্মাণের কাজ তদারকি ও শ্রমিকদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। রবিবার সকালে তিনি উপজেলার সদর ইউনিয়নের জেলেখালি ও দয়ারঘাটের ভাঙ্গন কবলিত ভেড়িবাঁধ নির্মাণের কাজ তদারকি করেন। ভেড়িবাঁধ নির্মাণ পরিদর্শনকালে তিনি বলেন, জেলেখালির নিমতলা থেকে দয়াটঘাট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ওয়াপদা যদি মেরামত করা না হয় তাহলে আগামী পূর্ণিমায় এই বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। আমি স্থানীয় চেয়ারম্যান ও সাধারণ মানুষকে সাথে নিয়ে সরকারি অনুদান ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভেড়িবাঁধ রক্ষার্থে কাজ করে যাব। এই এলাকার মানুষের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে টেকসই ওয়াপদার ভেড়িবাঁধ নির্মাণ। আশাশুনি উপজেলায় সর্বমোট ১০০ কিলোমিটার ওয়াপদা টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হলে মানুষ নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা পাবে। মানুষ ত্রাণ চায়না টেকসই ভেড়িবাঁধ চায়। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি। এ সময় সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, যুবলীগ নেতা এম এম সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *