স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরায় করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে ছাতা ও ঈদের উপহার প্রদান করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এমপি রবি তার ব্যক্তিগত উদ্যোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উক্ত ছাতা ও ঈদের উপহার সামগ্রী বিতরন করেন। এসময় তিনি বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাই ছাতা ব্যবহার করবেন। মানুষের উপকারে কাজ করুন। সাতক্ষীরায় দিন দিন করোনার রোগীর সংখ্যা বাড়ছে। এখনই সময় আরো বেশি সচেতন হওয়া। নিজে সচেতন হয়ে অন্যদেরকে ও করোনা সম্পর্কে সচেতন করুন। আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।’
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলী গের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।
Leave a Reply