স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরায় নতুন করে কেউ এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে, জেলা থেকে এ পর্যন্ত মোট ৪১৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ২২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ২২৭ টি রিপোর্ট নেগেটিভ ও এক এনজিও কর্মীর রিপোর্ট গত কয়েকদিন আগে পজিটিভ এসেছে। এছাড়া জেলায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৬২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনোশিয়ান তার কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ ভাড়া বাড়িতে হোম আইসোলেশনে আছেন। এনিয়ে সাতক্ষীরায় বর্তমানে দুই জন করোনা আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশনে রয়েছেন।
Leave a Reply