করোনা মোকাবেলায় সম্প্রতি মসজিদে জুমা ও জামায়াতে নামাজ আদায়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। নিষেধাজ্ঞার গুরুত্ব এবং কবে নাগাদ তা প্রত্যাহার হবে সেসব বিষয়ে শনিবার একটি বিবৃতি দিয়েছে সৌদি ধর্ম মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থেই মসজিদে জুমা ও জামায়াতে নামাজ আদায়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কবে নাগাদ নিষেধাজ্ঞা বাতিল করা হবে সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। ওই বিবৃতিতে সৌদি আরবের ধর্মমন্ত্রী বলেন, মসজিদে জুমা ও জামায়াতে নামাজ আদায়ের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে আমরা খুবই উদগ্রীব। আশা করি, করোনাভাইরাস মহামারীর অবসান হলে খুব শিগগিরই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
পরিস্থিতি বিবেচনা করে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। স্বাস্থ্য বিভাগ, ধর্মীয় বিশেষজ্ঞ, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই এ সিদ্ধান্ত নেওয়া হবে। সুত্র: কালের কন্ঠ
Leave a Reply