তালা প্রতিনিধি ॥
করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সাতক্ষীরার তালা উপজেলার দুটি স্থানে প্রান্তিক কৃষকদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (৬ মে) সকালে তালা উপজেলা ত্রিশমাইল ও পাটকেলঘাটায় সেনা সদস্যদের পৃথক দুটি টিম উক্ত বীজ বিতরণ কার্যক্রম শুরু করে। এ সময় কৃষকদের হাতে লাউ, মিস্টি কুমড়া, ঢ়েরশ, পুইশাক, লাল শাকসহ বিভিন্ন সবজির বীজ তুলে দেওয়া হয়। পাটকেলঘাটায় বীজ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাকিব এবং ত্রিশমাইলে নেতৃত্ব দেন ক্যাপ্টেন জিসান। সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পতিত জমিসহ কোন জমি ফেলে না রাখার আহবান জানানো হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্নস্থানে উক্ত বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান ক্যাপ্টেন জিসান।
Leave a Reply