বিশেষ প্রতিনিধি :
কলারোয়ায় কৃষকের ধান কেটে দিলেন রোভার স্কাউটসরা। ১৬ মে সকাল থেকে কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের নাসির উদ্দীনের ধান কাটেন তারা। এসময় কৃষক নাসির উদ্দীন রোভার স্কাউটদের এ কার্যক্রমকে স্বাগত জানান।
কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট শামীম হোসেন জানান, ১৫ মে জানতে পারি কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গার নাসিরউদ্দীন নামের এক গরিব কৃষক অন্যের জমি লিস নিয়ে ধান করেছেন এবং জমিতে ফলন ভাল হয়েছে কিন্তু অর্থিক সংকটের কারনে সোনালি ধান ঘরে তুলতে পারছেনা। ঘটনা শুকে তাকে ধান কাটে দেওয়ার আশ্বাস দেয়। সে মোতাবেক শনিবার (১৬ মে) ফজর নামাজ শেষে সে তার রোভার স্কাউটস সদস্যদের নিয়ে গরিব কৃষকের ধান কেটে দেয়। ধান কাটায় অংশ অংশগ্রহন করেন রোভার স্কাউটস মোঃ শামীম হোসেন, সাবিউর রহমান সিজান, ইমামুল রিয়াদ, মাহাবুর রহমান, রুবায়েত ইসলাম, এটিএম মাহফুজ ও সুমিত হাসান ঈশান। প্রসঙ্গত, রোভার স্কাউটরা সকলেই রোজা রেখে ঐ গরিব কৃষকের ১০ কাটা জমির ধান স্বেচ্ছায় কেটে দেয় তারা। এর আগেও তারা একাধিক কৃষকের ধান কেটে সহযোগিতা করেন।
Leave a Reply