আব্দুর রহমান: সাতক্ষীরায় চলছে বিক্রেতাদের হাঁকডাক। ক্রেতারাও কাছে এসে দরদাম করছেন। শত মানুষ জটলা বেঁধে মাংশ ও মুদি সামগ্রী কিনছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় এমন দৃশ্য সাতক্ষীরা কাটিয়া টাউন বাজারে লক্ষ্য করা যায়। এসময় সবায়কে সচেতনও করা হয়। করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণে সরকারি সিদ্ধান্তে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও এই বাজারে কেউ মানছেন না তা। একজন ব্যবসায়ী বলেন, ব্যবসা করতে না পারলে খাবো কি? অনেকদিন-তো বাসায় ছিলাম। একজন ক্রেতা বলেন, প্রশাসনের হস্তক্ষেপ থাকলে ভালো হতো। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার বা পথচলার ব্যবস্থা করে দিলে করোনার ঝুঁকি কমতো।
Leave a Reply