স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয়ের ১১ ব্যাচের ছাত্রদের উদ্যোগে গতকাল সাতক্ষীরার থানাঘাটা কলোনীতে বসবাসরত ১০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন ও সাবান।
করোনাভাইরাসের কারনে ঘরে থাকা কর্মহীন মানুষজনের এই খাদ্য সামগ্রী পেয়ে কিছুটা হলেও উপকারে আসবে বলে জানান সরকারী বালক বিদ্যালয়ের প্রাক্তন এসব ছাত্ররা। তারা বলেন, দরিদ্র এসব মানুষগুলো দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করতো। কিন্ত করোনাভাইরাসের কারনে তারা এখন কাজকর্ম হারিয়ে ঘরে মানবেতর জীবনযাপন করছেন। তাই সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয়ের প্রাক্তন এসব ছাত্রদের ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
Leave a Reply