প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সাতক্ষীরা জেলার করোনা প্রতিরোধের সার্বিক চিত্র তুলে ধরেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল

প্রেস নোট: গতকাল ১২ এপ্রিল, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা খুলনা এবং বরিশাল বিভাগের জেলা সমূহের সাথে সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল, ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান এবং সাতক্ষীরা জেলাতে করোনা প্রতিরোধে সার্বিক চিত্র তুলে ধরেন। জেলার সকল সংসদ সদস্য, জেলা পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদসহ সম্মিলিত উপায়ে সাতক্ষীরা জেলা করোনা মোকাবিলার কার্যক্রম গ্রহণ করা হয়েছে মর্মে জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। করোনা চিকিৎসার জন্য জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজকে নির্দিষ্ট করা হয়েছে জানিয়ে চিকিৎসা ব্যবস্থার সার্বিক দিক তুলে ধরেন। সম্প্রতি করোনা আক্রান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর থেকে পাঁচ হাজার মানুষ সাতক্ষীরা জেলায় আসেন। তাদেরকে কোয়ারান্টিনে রাখা হলেও জেলাবাসী এ নিয়ে শঙ্কিত রয়েছেন মর্মে জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলার সম্মিলিত কার্যক্রমের বিষয়ে আগ্রহ সহকারে শুনেন এবং তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাতক্ষীরা জেলাতে প্রতিদিন বিপুল পরিমাণে দুধ অবিক্রিত থেকে যাচ্ছে যেগুলো স্থানীয় মিষ্টির দোকানে সরবরাহের কথা বলেন। সামনে চিংড়ি মৌসুমে চিংড়ি রপ্তানি করতে না পারলে চিংড়ি খাতের সাথে জড়িতরা ক্ষতিগ্রস্ত হবেন সেটিও তুলে ধরেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী অবগত হয়ে সাতক্ষীরার দুধ ও চিংড়ি সংরক্ষণ করতে নির্দেশনা প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *