দেবহাটা প্রতিনিধি ॥ দেবহাটা উপজেলার সখিপুরে এক পরিবারের করোনা সন্দেহে ৩ বাড়ি লগডাউন ঘোষনা করেছে প্রশাসন।স্থাানীয় সুত্রে জানা গেছে, সখিপুর মাঝপাড়ার আব্দুল গফফারের পুত্র বাবলু হোসেন (৩৩) ঢাকার নারায়নগঞ্জে একটি হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মস্থলের পাশে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে সোমবার সে গ্রামের বাড়ি আসে। বিষয়টি জানতে পেরে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন দুপুর ১২ টার দিকে বাবলুর বাড়িতে যেয়ে তাদের বাড়িসহ আশেপাশের ২ টি বাড়ি ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষনা করেন। এ ছাড়া ছাড়া চন্ডীপুর গ্রামের বাসিন্দা সরোয়ারের পুত্র আল মামুন,আমজাদ গাজীর পুত্র রাজু,গোলাম মোস্তাফার স্ত্রী কোহিনুর বেগম ভারত থেকে এবং মৃত আনার গাজীর পুত্র গোলাম নবী,মৃত কওছার গাজীর পুত্র হাসান গাজী নারায়নগঞ্জ থেকে আসার কারনে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । এ ব্যাপারে ওসি বিপ্লব কুমার সাহা বাবলুর বাড়িসহ আশেপাশের ২টি বাড়ি লকডাউন করার বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply