তালায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজার উদ্বোধন


তালা প্রতিনিধি ॥
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ”’বাজার যাবে আপনার দ্বারে”’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ভ্রামমাণ বাজার চালু হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলায় মোট ১৩ টি ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ভ্রাম্যমান বাজার উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকতা শুভ্রাংশ শেখর দাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
তালা উপজেলার ১২ টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে এ ভ্রামমাণ বাজার দেখা যাবে বলে উল্লেখ করেন উপজেলা কৃষি অফিসার।
প্রত্যেকটি ইউনিয়নে একটি এবং সদর ইউনিয়নে দুইটি ভ্রামমাণ বাজার কাজ করবে বলে জানান তিনি।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি ক্রয়ে বাজারে গমন নিরুৎসাহিত করতে এটি একটি অলাভজনক সামাজিক উদ্যোগ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *