তালা উপজেলা জাসদের পক্ষ থেকে সাবান,মাস্ক লিফলেট বিতরণ


বিশ্ব মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তালা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ ইকবাল হোসেনের নির্দেশনায় ও “COVID-19 RESPONSE TEAM, TALA, SATKHIRA” গ্রুপের সহোযোগিতায়, জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদ “করোনা থেকে নিজেকে রক্ষা করুন ও অন্যকে সচেতন করুন’ এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে তালা উপজেলা জাসদের উদ্যোগে সচেতনতামূলক, সাবান,মাস্ক, লিফলেট বিতরণ করা হয়েছে।
 বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুর ১২ টায়  তালা উপজেলার পাটকেলঘাটা বাজার পাঁচ রাস্তা  চত্বর থেকে বের হয়ে শহরেরর প্রধান-প্রধান সড়কে,সাবান,মাস্ক  লিফলেট বিতরণ করা হয়।
 সাবান, মাস্ক, লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু,  তালা উপজেলা জাসদের সভাপতি” বিশ্বাস আবুল কাসেম, সাধারন সম্পাদক” মোঃ ফারুক হোসেন,সাংগঠনিক সম্পাদক” রেভাঃ অমল সরকার,পাটকেলঘাটা থানার ডিএসবি মোঃ মোস্তাফিজুর রহমান।দফতর সম্পাদক” আবু মুছা,আজিজুল ইসলাম, মোর্তজা, আরিজুল শেখ, খাইরুল ইসলাম,প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *