অভিনেতা শুরু করেছেন ‘কোকি পুছেগা’ নামে একটি সিরিজ
অভিনেতা শুরু করেছেন ‘কোকি পুছেগা’ নামে একটি সিরিজ। লকডাউনে বাড়িতে বসে এবার অভিনব উদ্যোগ নিলেন কার্তিক আরিয়ান। করোনা ভাইরাস নিয়ে সকলের কাছে সচেতনতা পৌঁছে দিতে এই অভিনেতা শুরু করেছেন ‘কোকি পুছেগা’ নামে একটি সিরিজ। এরমধ্যেই দু’টি এপিসোড হয়ে গিয়েছে তার। ব্যাপারটি ঠিক কী? আসলে ভারতে করোনায় আক্রান্ত হয়ে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন তাঁদের সাক্ষাৎকার নিচ্ছেন কার্তিক। এরমধ্যেই তিনি সুমিতি সিংহ নামে একজনের সাক্ষাৎকার নিয়েছেন। ভারতে প্রথমদিকে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের মধ্যে সুমিতি অন্যতম। গুজরাতে করোনাক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছিলেন করোনায়, সেই ডাক্তার মীমাংসা বুচেরও সাক্ষাৎকার নিয়েছেন অভিনেতা। চাইনিজ খাবার খেলে করোনা হয় কিনা, ইত্যাদি বাজারচলতি নানা গুজবও মীমাংসাকে জিজ্ঞেস করে উত্তর নিয়েছেন কার্তিক। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য তাঁর এমন উদ্যোগের প্রশংসা করছেন সকলে।
Leave a Reply