নয়াদিল্লি ৬ এপ্রিল, ২০২০
j
নয়াদিল্লি ৬ এপ্রিল, ২০২০
নয়াদিল্লি ৬ এপ্রিল, ২০২০ :
আগামী এক বছরের জন্য ৩০ শতাংশ বেতন নেবেন না রাষ্ট্রপতি ও রাজ্যপালরা। তাঁরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
একই সিদ্ধান্ত হয়েছে সাংসদদের ভাতা ও পেনশনের ক্ষেত্রেও। তাঁরাও এক বছরের জন্য ৩০ শতাংশ কেটে অর্থাৎ ৭০ শতাংশ ভাতা হাতে পাবেন। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা জানিয়েছেন জাভড়েকর। বেতনের ওই অংশ একটি কনসোলিডেটেড ফান্ডে জমা হবে। সেই টাকা খরচ হবে করোনাভাইরাসের মোকাবিলায়।
এর পাশাপাশি সাংসদ উন্নয়ন তহবিলের টাকাও দু’বছরের জন্য অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত ওই ফান্ডে জমা পড়বে, দেওয়া হবে না সাংসদদের। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন জাভড়েকর। সুত্র : আনন্দবাজার
Leave a Reply