নিজস্ব প্রতিনিধি ঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরুত্ব বজায় রেখে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে শতাধিক কর্মহীন দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার সকালে শহরের কলেজ মোড়, পুরাতন সাতক্ষীরা, এতিমখানা মোড়, কামাননগরসহ বিভিন্ন স্থানে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় সেখানে খাদ্য সামগ্রী বিতরন করেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্নআহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুব নেতা মোড়ল খালিদ আহমেদ প্রমুখ।
বিএনপি নেতারা এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান।
Leave a Reply