করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জেলা মন্দির সমিতি ও জয় মহাপ্রভু সেবক সংঘের যৌথ আয়োজনে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় দুইশতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ ঘোষ, যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ট বিহারী মন্ডল, সাধারণ সম্পাদক সোনাতন দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন, ডাঃ সুশান্ত ঘোষ, বাসুদেব সিংহ, জিতেন্দ্র নাথ ঘোষ, বিকাশ চন্দ্র দাশ, প্রাণ নাথ দাশ, কার্ত্তিক বিশ^াস, থিউপিল গাজী, ইন্দ্রজিৎ সাধু, পলাশ দেবনাথ, সঞ্জিব ব্যানার্জি ও জয়দেব রায় প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, এ সংকটে সমাজের বিত্তবানদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। সর্বপরি সকলে সচেতন হতে হবে। ঘরে থাকতে হবে।
Leave a Reply