স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৫৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৫৬৮ জনকে। এছাড়া মেডিকেল কলেজ হাসাপাতালের আসোলেশনে রয়েছে ৪ জন ও যুবউন্নয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে আরো ৭ জন। এছাড়া, সাতক্ষীরা জেলা থেকে মোট ২৯৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৫৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ১৫৩ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। অর্থাৎ সাতক্ষীরা জেলায় এখনও পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হননি।
তবে, যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোশিয়ান মাহমুদুর রহমান সুমন ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করতে গিয়ে সেখান থেকে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি তার সাতক্ষীরা শহরের বাড়িতে রয়েছেন। ইতিমধ্যে বাবা, মা, স্ত্রী ও সন্তানসহ তার ১৬ জন নিকট আতœীয়ের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠিয়েছেন স্বাস্থ্য বিভাগ
Leave a Reply