সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৫৪৩ জন হোম কোয়ারেন্টাইনে, ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৪৩২ জনকে, জেলায় মোট ২৩৩ জনের নমুনা সংগ্রহ

স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৫৪৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৪৩২ জনকে। এছাড়া মেডিকেল কলেজ হাসাপাতালে আসোলেশনে রয়েছে ৬ জন এবং যুবউন্নয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে আরো ৭ জন।
এদিকে, সাতক্ষীরা জেলা থেকে মোট ২৩৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ৩৫ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *