সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো ৬০ জনসহ মোট ৩ হাজার ১১১ জন হোম কোয়ারেন্টাইনে, ছাড়পত্র দেয়া হয়েছে আরো ১ হাজার ১১২ জনকে

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বিদেশ ফেরত আরো নতুন ৬০ জনকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৪৬ জন হোম ও ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং এক জন মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশনে। এনিয়ে, এ পর্যন্ত মোট ৩ হাজার ১১১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ছাড় পত্র দেয়া হয়েছে আরো ১ হাজার ১১২ জনকে। এদিকে, সাতক্ষীরা থেকে ২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরের কাছে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *