প্রেস নোট:সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সহকারী কমিশনারদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ এবং আনসারের সমন্বয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরন ও অভিযান আরো জোরদার করা হয়েছে।
সাতক্ষীরা জেলাতে বাইরের জেলা থেকে আসা মানুষের মধ্যে ১৩৫৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং ৪৭৩৪ জনকে বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৬ জন, শ্যামনগর উপজেলায় ৩৫০ জন, কালীগঞ্জ উপজেলায় ৯৫২ জন এবং আশশুনি উপজেলায় ৪০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন।
সীমান্তে চেক পোস্ট বসানো হয়েছে।যে সকল মানুষ লক ডাউন উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে সাতক্ষীরা জেলা সীমান্তে আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া অমানবিক । যারা ফিরে আসছেন তাদের প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে ১৩৫৮ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply