নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শেরআলী, চেয়ারম্যান আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গির আলম, ডাঃ নজরুল ইসলাম, বি.এম রায়হান বিশ্বাস,আলহাজ্ব আবু বকর, কামরুল ইসলাম, ইউনুচ আলী বুলু, সামসুল হক, নুর মোহাম্মদ, মহসীন উল হক, সামসুল হক, কাজী আব্দুর রশিদ, আতাউর রহমান, রেজাউল ইসলাম, কবির আহমেদ, শাহজান আলী, এড. নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সিরাজুল হক, সেলিম আক্তার মন্টু, আব্দুল গণি, আবুল বাশার, সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।
বক্তারা এ সময়, কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো শক্তিশালী করতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির কমিটি পুণঃগঠনের জোর দাবী জানান ।
Leave a Reply