শ্যামনগরে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় লিডার্স এর ২য় পর্যায় ত্রান সামগ্রী বিতরন


সংবাদ বিজ্ঞপ্তি: ১৮ এপ্রিল বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা যুবফোরাম এর আয়োজনে লিডার্স এর বাস্তবায়নাধীন সমাজ পরিবর্তনে যুবসংহতি প্রকল্পের আওতায় দাতা সংস্থা মানুষে রজন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোতিায় ঈশ্বরীপুর ইউনিয়নে প্রকল্পের ৮০ জনদরিদ্র যুবদের মাঝে ইউনিয়ন পরিষদ চত্তরে সামাজিক দুরত্ব বজায় রেখে করনোভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরী ত্রান প্রদান করা হয়। ইউনিয়ন যুবফোরাম সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডজি.এম শোকর আলী, চেয়ারম্যান ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ। প্রতিটি পরিবারের মাঝে ৭ কেজিচাউল, ১ কেজি মুশুরীর ডাউল, ৩ কেজি আলু ও ২ টি হুইলসাবান প্রদান করা হয়। লিডার্স আগামী ২ দিনের মধ্যে শ্যামনগর ও কাশিমাড়ী ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করবে। এছাড়া লিডার্স কালিগঞ্জ উপজেলায় তিনটি ইউনিয়নে ২৫০ দরিদ্র যুব পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে। উল্লেখ্য যে ইতিপূর্বে লিডার্স মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের হত দরিদ্র ও বাঘ বিধবা পরিবারের মাঝে ত্রানও হাইজিন সামগ্রী বিতরন করেছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *