মহামারী প্রতিরোধের দিকে নজর রাখতে মার্কিন কর্মকর্তাদের প্রতি চীনের পরামর্শ

এপ্রিল ১৫: মহামারী প্রতিরোধে নিজ নিজে কাজের ওপর মনোযোগ দিতে কোনো কোনো মার্কিন কর্মকর্তাকে পরামর্শ দেয় চীন। আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন এ কথা বলেন।

তিনি বলেন, একশ্রেণির মার্কিন কর্মকর্তা অসত্য বক্তব্য দিয়ে যাচ্ছেন। চীন বার বার বিস্তারিতভাবে সেগুলো তুলে ধরছে। অন্যদের ওপর দোষ চাপানো এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর অপচেষ্টা মহামারী প্রশমনের জন্য সহায়ক হবে না।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনের বিরুদ্ধে মহামারী সম্পর্কে যথাসময়ে তথ্য না-দেওয়ার অভিযোগ পুনরায় উত্থাপন করেন এবং চীনের না-হক সমালোচনা করেন।

(লিলি/আলিম/শুয়ে)/ cri

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *