মশিউর অর্ণব: ডেনমার্কের গেলেহাস শহরের অধিবাসী ৮৫ বছর বয়সী ইনগা রাসমুসেন এবং জার্মানির সাডারলাগাম শহরে থাকেন ৮৯ বছর বয়সী কার্স্টেন টুচসেন। বিবিসি, ডয়েচে ভেলে।
বুধবার পর্যন্ত জার্মানিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ হাজারের বেশি। অপরদিকে, ডেনমার্কে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারের কাছাকাছি। ওয়ার্ল্ডোমিটার
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর, দুই সপ্তাহ আগে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল জার্মানি ও ডেনমার্ক।
চলমান লকডাউনের মধ্যেও বয়স্ক প্রেমিক যুগল ইনগা ও টুচসেন প্রতিদিনই জার্মানি ও ডেনমার্কের সীমান্তবর্তী শহর আভেনটফটে এসে দেখা করছেন।
দেখা করতে আসার সময় তারা একে অপরের জন্য নিজেদের ঘরে তৈরি লেমনেড ও অন্যান্য সুস্বাদু খাবার নিয়ে আসেন।
সোশ্যাল ডিসটেন্সিং এর নির্দেশনা মেনে পরস্পরের মধ্যে দুই মিটারের নিরাপদ দূরত্ব বজায় রেখেই তারা আড্ডা দিচ্ছেন ও পানাহার করছেন।
লকডাউনের মধ্যেও সীমান্তের দুই দিকের দুই দেশ থেকে প্রতিদিনই এভাবে দেখা করতে আসায়, বর্তমানে স্থানীয় তারকায় পরিণত হয়েছেন বয়স্ক এই যুগল।
সুত্র : আমাদের সময়.কম
Leave a Reply