আশাশুনি প্রতিনিধি : করোনা ভাইরাসের কারনে হোম কোয়ারিনটাইনে থাকা বুধহাটা ইউনিয়নের কর্মবিমুখ মানুষকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বুধহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস মহামারি আকার ধারন করায় সারা বিশে^র ন্যায় বাংলাদেশে সকল সরকারি প্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা, দেশের সকল মানুষকে বাড়িতে অবস্থান করার নির্দেশ প্রদান করা হয়। ২৬ মার্চ থেকে কর্মস্থল ছেড়ে বাড়িতে অবস্থানের ফলে শ্রমিজীবি মানুষ চরম বিপাকে পড়েছেন। এদের মধ্যে ভিক্ষুক, সেলুনি কাজে জড়িত ও চা দোকানদারকে প্রাথমিক ভাবে সহায়তা প্রদান করা হয়েছে। ইউনিয়নের ১১৫ জন ভিক্ষুককে চাউল, ডাউল, আালু, সাবান ইত্যাদি এবং চা দোকানদার ও সেলুন ব্যবসার সাথে জড়িত দু’ শতাধিক ব্যক্তিকে চাউল প্রদান করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক প্রত্যেকের জন্য পৃথক পৃথক প্যাকেটে ত্রাণ সামগ্রী ভরে তাদের বাড়িতে বাড়িতে পৌছে দেন।
Leave a Reply