দেবহাটা ব্যুরো: দেবহাটায় আদালতের নির্দেশ উপেক্ষা করে সংখ্যা লঘুর নাম ভাঙিয়ে উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের জমি দখলের পায়তারা। পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান। প্রশাসন যখন করোনা মোকাবেলায় ব্যস্ত, তখন সংখ্যা লঘুর অযুহাতে জমি দখলে মেতেছে দেবহাটা সদরের মৃত অমুল্য রায়ের পুত্র নিমাইরায় ও তার স্ত্রী শিবানী রায় এবং কন্যা সাথী রায় সহ পরিবারের অন্য সদস্যরা। অভিযোগ করে সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, দেবহাটা সদরের দাগ নং-৭৩৭, নতুন -১৯৮১দাগে ৩৫ শতক জমি মৃত অমূল্য রায়ের পুত্র নিমাই রায়ের ক্রয় করি। জমির পূর্বের মালিক নিমাই রায় কিছু অংশ বুঝিয়ে না দিয়ে আমার সাথে তালবাহানা শুরু করেন। এর প্রতিকার চেয়ে ২০১৭ সালে আমি আদালতে ৩০/১৭ মামলা দায়ের করি। ১৬/৪/১৯ তারিখে মামলার রায়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা সহ ডিগ্রী প্রদান করে। তাছাড়া বিবাদীদ্বয় নিমাই এবং তার স্ত্রীকে ঐ জমিতে প্রবেশ বা দখলেরও নিষেধাজ্ঞা জারী করে আদালত। এরপর নিমাই রায় আপিল করলে সেটি পুনরায় আদালতে ২৭/২/২০২০ তারিখে পুর্বের রায় বহাল রাখে উক্ত আদালত। কিন্তু বুধবার সকালে আদালতের রায় উপেক্ষা করে ঐ জমির কিছু অংশ দখল করার চেষ্টা করেন নিমাই ও তার স্ত্রী শিবানী রায় ও কন্য সাথী রায় সহ পরিবারের অন্য সদস্যরা। আমি বাধা দিতে গেলে আমাকে খুন, জখম সহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে জানান। বিষয়টি নিয়ে আমি দেবহাটা থানার অফিসার ইনচাজের্র সহযোগীতা চাইলে তিনি ফোর্স পাঠিয়ে শান্তিপূর্ণ পরিবেশের নির্দেশ দেয়। কিন্তু প্রশাসনের নির্দেশ না মেনে ঐ জমির কিছু অংশ দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি বিষয়টি নিয়ে পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি জেনে আমি সাথে সাথে ব্যবস্থা গ্রহন করি। তবে শুনেছি পরে না কি তারা সব কিছু নিয়ম উপেক্ষা করে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply