তালায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ত্রাণ তহবিলে অনুদান


তালা প্রতিনিধি:
করোনাভাইরাস (কোভিড-১৯) এর সয়ক্রমণের ফলে বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতিতে হতদরিদ্র, প্রান্তিকজনগোষ্ঠী ও খেটে-খাওয়া মানুষের সহায়তার জন্য উপজেলা ত্রাণ তহবিলে তালা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ৭৮ হাজার ২০শত টাকা জমা প্রদান করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের কাছে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান উক্ত অনুদানের অর্থ জমা দেন।
তালা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইতোপূর্বে আরো তিন ধাপে অনুদান প্রদান করা হয়েছে। আমরা ইউএনও স্যারের কাজে সামান্য সহযোগিতা করতে পেরে আনন্দিত। এ সময় তালা উপজেলাকে করোনামুক্ত রাখতে সকলে সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘ ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, অন্যকেও সুস্থ্য রাখুন।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *