জাসদের ধন্যবাদ: করোনা সংকটে বাংলাদেশকে ১ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট ও ৫০ হাজার হ্যান্ড গ্লাভস প্রদান করায় ভারত সরকারকে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ রবিবার ২৬ এপ্রিল ২০২০ এক বিবৃতিতে করোনা সংকটে বাংলাদেশকে ১ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট ও ৫০ হাজার হ্যান্ড গ্লাভস সহযোগিতার নিদর্শন হিসাবে প্রদান করায় ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী মি. নরেন্দ্র মোদি করোনা মহামারি মোকাবেলায় প্রতিবেশী দেশগুলো তথা সার্কভুক্ত সদস্য দেশগুলোর সাথে একযোগে কাজ করার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেটা বজায় রেখে করোনা চিকিৎসা ও করোনাজনিত আর্থ-সামাজিক সংকট মোকাবেলা অভিজ্ঞতাসহ চিকিৎসায় বৈজ্ঞানিক গবেষণা আদান প্রদান অব্যাহত রাখার জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহবান জানান।
বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক
০১৭১২৬৩৭৪৬৫
০১৯১১৫৮৫৯৪৫

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *