কোভিড নাইনটিনের কারণে চলতি বছর বিশ্ব বাণিজ্যের যে ক্ষতি হবে, তা ২০০৮ সালের চেয়েও ভয়াবহ হবে।এ সংকট ১৯৩০ সালের চেয়েও প্রকট হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। বাণিজ্যের ক্ষতি নতুন করে আর্থিক সংকটের মুখে ফেলবে পুরো বিশ্বকে। বাণিজ্যের ক্ষয়ক্ষতি কোনোভাবেই এড়ানো যাবে না বলেও সতর্ক করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
করোনাভাইরাসের কারণে চলতি বছর বিশ্ব বাণিজ্যের পরিমাণ কমতে পারে ১৩ থেকে ৩২ শতাংশ। যদি এ ভাইরাস নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে চলতি বছর বিশ্ব বাণিজ্যের তিন ভাগ কিংবা তার বেশি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছে ডব্লিউটিও।
Leave a Reply