৫ এপ্রিল ২০২০ তারিখ লিডার্সের কর্মীগন ন্জিস্ব নিরাপত্তার মধ্য দিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়ীতে বাড়ীতে যেয়ে ৯৫৮ পরিবারে হাইজিন প্যাকেজ বিতরন করেছে। করোনা ভাইরাস ‘কোভিড-১৯’ এর সংক্রমন এড়াতে এবং পরিবার ভিত্তিক সচেতনতা বৃদ্ধির জন্য জার্মান দাতা সংস্থা “ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহায়তায় লিডার্সের বাস্তবায়নাধীন “জলবায়ু পরিবর্তনে ঝুকিপূর্ণ জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” এর আওতায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, গাবুরা, ঈশ^রীপুর ও কাশিমাড়ী ইউনিয়নে উপকারভোগী অতি দরিদ্র পরিবারে এই সহায়তা প্রদান করা হয়। প্রতিটি হাইজিন প্যাকেজে ছিল ২ টি কাপড়কাচা হুইল সাবান, ১ কেজি ব্লিচিং পাউডার ও ৩টি মাক্স। এছাড়া ব্যাপক সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলার ৬০ টি মসজিদ ও ২০ টি মন্দিরে করোনা সচেতনতামূলক ফেস্টুন, ২টি সাবান, ১ কেজি ব্লিচিং পাউডার ও ৩টি মাক্স বিতরন করা হয়েছে।
Leave a Reply