করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় সাড়ে ৭ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোটার ঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় সাড়ে ৭ শত পরিবারের মাঝে রমজান মাসকে সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় সাতক্ষীরা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত ইফতার সামগ্রী বিতরন করেন রায়হান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম মল্লিক।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর সভার প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সেলিম, কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় এফ.রহমান হলের ছাত্রলীগ নেতা রায়হানুল ইসলাম বাবু প্রমুখ
আসন্ন রমজানে সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে নিজ গৃহে থেকে ইফতারি করতে পারেন এ জন্য হতদরিদ্র অসহায় সাড়ে ৭ শত পরিবারের মাঝে সেমাই, চিনি, মুড়ি, ছোলাসহ বিভিন্নœ শুকনা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান রায়হান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম মল্লিক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *