করোনায় অসহায় ও দুস্থ তিনশত পরিবারের পাশে এ্যাড. তামিম আহমেদ সোহাগ


করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৩০০ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি এ্যাড. তামিম আহমেদ সোহাগ।
শুক্রবার বিকালে তার নিজ এলাকার ৩০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণকালে এ্যাড তামিম আহমেদ সোহাগ বলেন, আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করবেন। খাদ্য সামগ্রী ফুরিয়ে গেলে আমাকে অবহিত করবেন। আমি আপনাদের দায়িত্ব নিয়েছি, খাদ্য সামগ্রী শেষ হলেই এবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। আপনাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নিয়মাবলী মেনে চলবেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহার করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশের বার্তাসমূহ মেনে চলুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি শেখ আজাদুল ইসলাম, এড. শেখ সিরাজুল ইসলাম, আমাদের সাতক্ষীরার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, সহকারী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান বাবু, মো. শেখ সিপার, হাফেজ মফিজুল ইসলাম, কাশেম, পাপন, মুকুল প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *