ওয়ার্কার্স পার্টি-জাসদকে ১০ হাজার মাস্ক দিল চীনা কমিউনিস্ট পার্টি

জাতীয়: করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার সহায়তায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ৫ হাজার করে মোট ১০ হাজার সার্জিক্যাল মাস্ক দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।

বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টি জানায়, চীনের কমিউনিস্ট পাার্টির আন্তর্জাতিক বিভাগ থেকে পাঠানো এসব মাস্ক ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির পলিটব্যুরোর সদস্য ও আন্তর্জাতিক বিভাগের সদস্য সচিব এনামুল হক এমরান গ্রহণ করেন।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এসব মাস্ক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, সাতক্ষীরা হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ জন্য চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ, চীনা রাষ্ট্রদূত ও দূতাবাসকে ধন্যবাদ জাানিয়েছেন।

অপরদিকে বৃহস্পতিবার রাজধানীর বাড়িধারায় চীনা দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে মাস্কের প্যাকেট গ্রহণ করেন জাসদের যুগ্ম সাধারণ আব্দুল্লাহিল কাইয়ূম ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, চীনের কমিউনিস্ট পার্টি, চীনের সরকার, চীনের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, চীন নিজ দেশের করোনার বিরুদ্ধে যুদ্ধ চালানোর পাশাপাশি করোনার বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশসহ বিশ্বের জনগণ ও দেশগুলোর পাশে দাঁড়িয়ে সমানতালে বৈশ্বিক দায়িত্বও পালন করছে। জাসদ এই মাস্কগুরো করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারের যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দেবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *